কুকুরের প্রযুক্তি জামা!

২৭ জুলাই, ২০১৯ ০১:০৮  
প্রাথমিকভাবে ব্যবহার করা হয়েছিল অন্ধ ব্যক্তিকে পথ চলতে সাহায্যের জন্য। কিন্তু সে উদ্যোগ ব্যর্থ হয়। এরপর নতুন সিস্টেম ডেভেলপ পরিয়ে দেয়া হয় কুকুরকে। আর রিমোট দিয়ে ওই ভেস্ট বা জামাটি এখন নিয়ন্ত্রণ করছে কুকুরের গতিবিধি। রিমোট কন্ট্রোলযুক্ত এই বিশেষ ভেস্ট বা জামাটি তৈরি করেছেন ইসরায়েলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এটি ব্যবহারের জন্য তারা কুকুরকে তারা বিশেষ ভাবে প্রশিক্ষন দিচ্ছেন, যেনবিভিন্ন ধরনের ‘ভাইব্রেশন’ থেকে নির্দেশনা বুঝে তা অনুসরণ করতে পারে। গবেষণা দলের প্রফেসর আমির শ্যাপিরো বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে মুখে নির্দেশনা দেওয়া থেকে এই ভেস্টে থেকে দেওয়া নির্দেশনা সে সঠিকভাবে অনুসরণ করতে পারে।’ গবেষকরা বলছেন, এই প্রযুক্তি যদি নির্ভুলভাবে ভাবে ফলাফল দিতে সক্ষম হয় তাহলে প্রতিবন্ধী মানুষদেরকে চলতে সাহায্য এবং বিভিন্ন উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছবিতে যে কুকুরটি দেখছেন তার নাম ‘তাই’। তার শরীরে জড়ানো ভেস্টের ভাইব্রেশন থেকে সে নির্দেশনা অনুসরণ করে তা রপ্ত করার চেষ্টা করছে। এর মধ্যে ‘তাই’ বেশ কিছু নির্দেশনা রপ্ত করেছে, সামনে-পিছনে, নিচের দিকে নামা এবং কোন কিছুকে লক্ষ্য করে চক্রকাটা।